= BLOG =

a blog to open your mind !

= BLOG =

Photo of Quota movement.:
...

অচল হয়ে আছে ব্যবসা-বানিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, গাড়ির চাকা।

Popular Post

পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ

কোটা আন্দোলনের জন্য দেশে অস্থির অবস্থা।


The country is in turmoil over the quota movement.

JULY 18 2024 at 2 pm
...

অচল হয়ে আছে ব্যবসা-বানিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, গাড়ির চাকা। রণক্ষেত্র দেশের বিভিন্ন এলাকা। সারা দেশে চলছে কম্পিট শাটডাউন কর্মসূচী। পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ। আন্দোলনকারীদের মিছিলে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ।


**শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোন সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকাড় হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। বুঝলাম আমাদের দেশটার কোন অভিবাবক নেই। সবাই মজা লুটে সংকটাপ্ন সময়ে। একে অপরকে দোষারপ করছে। কিছু হলেই বিরোধী দল এটা করছে । সরকারি দল এটা করছে ওটা করছে। কাঁদা ছোড়াছুরি। ** আঈন শৃঙ্খলবাহীনিদের কাছ থেকে সহযোগীতা চাওয়া হচ্ছে। পরিস্থিতি শান্ত আর নিয়ন্ত্রন আনার চেষ্টো চলছে কাঁদানে গ্যাস, আর রাবার বুলেট ছুড়ে। পুলিশ নির্বিকার তারা কি করবে। উপরমহলের নির্দেশ তো মানতে হবে। তারাতো আমার আপনার ভাই-বোন যারা পুলিশে চাকরিরত।


প্রাণ হানি কেহ কম্য করে না। হোক পুলিশ হোক আন্দোলনকারীদের মধ্য কোন মানুষ। লাক্ষ শহীদের রক্তের বিনীময়ে আমাদের অর্জন এই দেশ। এখানে আবারও সংঘর্ষ ‍-সংঘাত অরাজকতা সৃষ্টি হোক সত্যি কাম্য নয়। আমাদের দেশটা অপার সম্ভাব্যময়ী দেশ । এ দেশটাকে অতি ভালবাসি। দেশটা যদি ধ্বংশের পথে ধাবিতি হয় কার ভাল লাগবে।


পক্ষ-বিপক্ষ যেই হাকুন না কেন দেশ ও দশের জন্য বিবেচনা করুন। নিজের আখের গোচিয়ে জনগনের সম্পদ ভোগ ও লোটপাট করে, বাদশা সাজবেন না। আল্লাহ নৈরাজ্য বৈষম্যকারি ও অত্যাচারকারীকে পছন্দ করেন না। অন্যের হক হরন করে আজ পর্যন্ত কেহ ভালবাবে আছেন বলে মনে হয় না। আল্লাহ তার কারিশমা দেখান। ঐসব মনুষদের জন্য যারা অন্যের অমঙ্গল সাধন করেন


...


সরকারী চাকরিতে কোটা সংস্কাররের দাবিতে রাজধানীসহ সারাদেশে চলছে বৈষম্য বিরধী ছাত্র আন্দোলনের কম্পিলিট শাটডাউন কর্মসুচি। আর কত সংঘর্ষ হবে? ৮ জন ইতিমধ্যে শাহাদাত বড়ন করেছেন সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে। আমাদের নিতিনির্ধারকেরা অপেক্ষা কি করছেন আরোও কঠিন থেকে কঠিন পরিস্থিতি মোকাবেলার।

দেশটার আজ অচল অবস্থা। মুক্তিযোদ্ধা পন্থিরা কি এদেশ পঙ্গু অবস্থার জন্য যুদ্ধ করে ছিলেন। হেকরামি আর জেদ করে কোন সমাধান হয় না। ছাত্র্রদের আন্দোলন যৌক্তিক না যৌক্তিক তা গোল টেবিলে বৈঠক করুন।সমাধানে আসুন। এখানে আর কোন মায়ের বুক যেন খালি না হয় তার উপর দৃষ্টি রাখুন। শুুধু দূর থেকে সমবেদনা জানিয়ে লাভ নেই। সঠিক সমাধান এখন কাম্য। দেশটাকে আর পঙ্গু করবেন না। আমরা এক পায়ে চলতে যেমন অক্ষম । আমাদের কে দু’ পায়ে চলার সুযোগ করে দিন। আমাদের দেশটি নিশ্চ্যয় অভিবাবকহীন দেশ নয়।


আমাদের প্রধানমন্ত্রি অত্যান্ত বিচোক্ষণ এবং দেশপ্রেমি। তার চিন্তা শক্তি অনেক প্রগাড় । তিনি আমাদের মহান নেত্রী। তাহার হস্তক্ষেপ কামনা করছি। অচীরেই আলোচনার মাধ্যমে কোটা পদ্ধতির সঠিক সমাধান এবং বৈষম্য না করে সংঘর্ষ দূর করুন। পুলিশকে রাজপথ থেকে সরান আর ছাত্রদেরকে তাদের শিক্ষঙ্গনে ফিরিয়ে আনুনন।

...


খুশির সংবাদ এই যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রি আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। আশাকরি সঠিক সমাধান আমরা পাবো।

কথা : এস আই সুমন ১৮/০৭/২০২৪ ইং

www.maviewnet.com
[WhatsApp : +88-01671-800-103 e-mail : maviewnetadsagency@gmail.com]

maVIEWnet