= BLOG =

a blog to open your mind !

= BLOG =

Photo of interim govt BD :
...

interim government

Popular Posts

Meet Bangladesh’s interim govt

এক অর্থে স্বাধীন হয়েছি মাতৃভুমিটাকে সুন্দর করে সাজানোর জন্য

অভাব পুরণ বা তার থেকে ভালভাবে কারা করেন, তা দেখার পালা"

BY Si Sumon Aug 10, 2024 12:00 PM

On August 8, 2024, in Dhaka, Nobel laureate Professor Dr. Muhammad Yunus took the oath as the chief advisor of a 17-member interim government. The oath was administered by President Mohammed Shahabuddin at the Durbar Hall of the Bangabhaban.



অন্তর্বতি সরকার মধ্য দিয়ে বুঝা যাবে তাদের হালচাল।

কত টাকা অতিক্রম করলে তাদেরকে আমরা দূরনিতিবাজ বলব?


স্বাধীন আর স্বাধীনতা দু’টা কি এক জিনিস ? আমার মতে : স্বাধীন অর্থ - Free স্বাধীনতা অর্থ - Freedom অনেকটা সাদৃশ্ এক দেশ যখন অন্য একটি দেশ পরাধীনতা থেকে মুক্ত লাভ করে তখন তা স্বাধীনতা অর্থে প্রয়োগ হয়। তাইতো স্বাধীনতা দিবস। একটি দেশে দু’টি স্বাধীনতা দিবস পালন হয় না কখনও। ২৬ শে মার্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস। যা ১৯৭১ সালে আমাদের স্বদেশের অভ্যুথান ঘটেছে।
গত ৫ জুলাই যা হয়েছে , যা ছাত্র সমাজ উপহার দিয়েছেন বৈষম্য দূরকরনের সংস্কার যার মধ্য দিয়ে, একটি স্বৈরাচারির শাষণের পতন হয়েছে। তারা ক্ষমতায় বেশি বেশি থাকতে চেয়ে অন্যায় করে ফেলেছে। এখন এর অভাব পুরণ বা তার থেকে ভালভাবে কারা করেন, তা দেখার পালা।




এক অর্থে স্বাধীন হয়েছি মাতৃভুমিটাকে সুন্দর করে সাজানোর জন্য। হ্যা স্বাধীন হয়েছি এখন সাজাতে হবে মাতৃভূমিকে সব আবর্জনা বিনষ্ট করে। একটু অগুছাল ছিল কিছু নিয়মকানুন, তা আমরা জনগনের ইচ্ছা অনুযায়ি গঠনে ভুমিকা রাখব। এর জন্য সৎ প্রতিনিধি দরকার যা কিনা আমরা সিলেকসন করতে সক্ষম হয়েছি সাময়িকভাবে।



interim government

অন্তর্বতি সরকার মধ্য দিয়ে বুঝা যাবে তাদের হালচাল। সবাই প্রথম প্রথম ভাল থাকে তারপর দুরনিতি আর রাষ্ট্রের অর্থ লোপাটের দৃশ্য বিদ্যমান হয়ে পরে। জাতীয় ভাবে তাদের বেতন বা পারিশ্রমের কথা বিবেচনা করলে কেহই মন দিয়ে আর দেশ গঠনে কাজ করবে না এটা বাস্তব।



আজ যেসব ১৭ উপদেষ্টাগন দেশ গঠনে শপথ নিয়েছেন তাদের বেতন নিশ্চ্যয় রাষ্ট্র নির্ধারণ রেখেছেন এবং নানান সুবিধা পাবেন। এখন কথা হচ্ছে তারা ভাল লোক আমাদের সন্দেহ নাই। বাট তারা যে অঢাল সম্পদের মালিক হবে না। রাষ্ট্রের টাকা লোটপাট করবে না। এর সীমারেখা কি নির্ধারণ আছে? কত টাকা অতিক্রম করলে তাদেরকে আমরা দূরনিতিবাজ বলব?

অন্তর্বতি সরকারের মেয়াদ জানি ৩ মাস । আমাদের সংবিধানে কি আছে তা আমার জানা নাই। এখন তা ২ বছর ৫ বছর লাগিয়ে দেয় । এটা কি ঠিক । আমার মতে মোটেই ঠিক না। এটা খামখেয়ালি। অন্তর্বতি সরকার যদি বিনা ভোটে ৩/৫ বছর লাগিয়ে দেয় সংস্কার নামে তাহলে জাতীয় নির্বাচন কেন ২০ বছর মেয়াদ হবে না। ভুলে গেলে চলবে না তাদেরকে নিয়োগ করা হয়েছে জাতীয় নির্বাচন সুষ্টভাবে পরিচালনার জন্য। দেশ চালাবে জনগনের ভোটে নির্বাচিত সরকার।



নির্দিষ্ট কিছু কাঠামো তৈরি করবে যা কিনা সুন্দরভাবে দেশ গঠনে ভুমিকা রাখবে। জনগনের মধ্য থেকে এবং সব দলের সম্বনয়ে একটি নিরপেক্ষ নির্দলিয় নির্বাচন উপহার দিয়ে বাংলার জাতিকে মুগ্ধ করবে। হকুমজারি বা মাতাববরি করবে তবে তা নির্বাচন সুষ্ঠ ভাবে কি করে দাঁড়ায় তা নিয়ে।



মনে রাখতে হবে অন্তরবর্তি সরকার হেলপার নট ড্রাইভার। তবে ৩ মাসের ড্রাইভার। তাদেরকেও সাজা খেতে হয় ভুলে গেলে চলবে না। ক্ষমতা কারওই বেশি দিন থাকে না। এবং ধরায় চিরদিন কেহই বেঁচে থাকে না। সব পরে থাকবে শুধু অমর হবে কর্ম ভাল কর্ম। কি তুমি করেগেলে ।

মঙ্গলকর কাজ আল্লাহ পছন্দ করেন দেশ সেবা একটি ইবাদদ। এর মধ্যে হয়ত জান্নাত পেতে পারেন।জাতি আমপনাদের কাছে অনেক আশা করে আছে। আমরা এই মাতৃভূমিকে আর ক্ষত বিক্ষত দেখতে চাই না।

...

Nobel laureate Professor Dr. Muhammad Yunus was sworn.


👀“কাহারো মনে আঘাতের জন্য লিখিনি, নিরেপক্ষ একজন নাগরিক যা মাতৃভুমির জন্য উদয় হল মনের কিছু কথা“👀

www.maviewnet.com
[WhatsApp : +88-01671-800-103 e-mail : maviewnetadsagency@gmail.com] Send email

maVIEWnet